আল-হেলাল সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের পঞ্চম রতœ বলে পরিচিত বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাসন রাজা,বাউল কামাল পাশা,শাহ আব্দুল করিম ও দূর্বীণ শাহকে উৎসর্গ করে ৩দিনব্যাপী গীতিকার মেলার আয়োজন করেছে জেলা গীতিকার ফোরাম। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা অডিটরিয়ামে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই মেলার উদ্বোধন ঘোষনা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এর আগে দেশীয় বাদ্য যন্ত্র সহকারে শহরে এক ব্যতিক্্রমধর্মী র্যালী প্রদর্শন করেন জেলার প্রায় ৪ শত গীতিকার মরমী কবি। পরে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে এক পথ সভায় বক্তারা মরমী সংস্কৃতির তীর্থস্থান সুনামগঞ্জকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ঘোষনা করার জন্য সরকারের কাছে দাবী জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,বাউল ফকির মক্রম আলী শাহ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেওয়ান এমদাদ রেজা চৌধুরী,জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই,জেলা গীতিকার ফোরামের উপদেষ্টা দিলাউর রহমান মুজিব,বিভাগীয় গীতিকার সংসদের সভাপতি আব্দুল মছব্বির, গীতিকার জনাব আলী হিরন মিয়া ও কলিম শাহ শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল আজাদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা গীতিকার ফোরামের সাধারন সম্পাদক অরুন তালুকদার। ফোরামের সভাপতি ডা: আমান উল্লাহর সভাপতিত্বে ও অধ্যক্ষ অনীশ তালুকদার বাপ্পুর পরিচালনায় অনুষ্ঠিত সভাগুলোতে আরো বক্তব্য রাখেন প্রবীন গীতিকার জবান আলী,বাউল কামাল পাশা স্মৃতি সংসদের আহবায়ক সাংবাদিক আল-হেলাল, প্রকাশনা সংস্থা উড়াল এর প্রকাশক আলী সিদ্দিক,গীতিকার বাউল সাহেব উদ্দিন,বাউল তছর উদ্দিন, গীতিকার ফারুকুর রহমান চৌধুরীসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত গীতিকারগন। পরে নবীন গীতিকার রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শাহজাহান ও বাউল আমজাদ পাশাসহ জেলার বিভিন্ন গীতিকাররা স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন। ৩দিনব্যাপী এই গীতিকার মেলা শনিবার রাত ১২টা পর্যন্ত চলবে বলে দায়িত্বশীলরা জানান।
Leave a Reply