জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পিপি ড. খায়রুল কবীর রোমেন করোনা দুর্যোাগে অসহায় হয়ে পড়া ১২ জন ভাড়ারাটিয়ার বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন।
ড. রোমেন জানান, তাঁর হাছননগরস্থ মূল বাসা লাগোয়া আলাদা একটি বাসায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ১২টি পরিবার বসবাস করেন। করোনার কারণে তাদের আয় রোজগার কমে যাওয়ায় তিনি নিজ উদ্যোগে সকলের বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন।
দুঃসময়ে বাড়িওয়ালার এমন মহানুভবতায় কৃতজ্ঞতা জানিয়েছেন ভাড়াটিয়ারা।
জানা গেছে অ্যাডভোকেট খায়রুল কবীর রোমেনের হাসননগরস্থ মূল বাসভবনের পাশে পাকা টিনসেডের একটি বড় বাসা রয়েছে। ওই বাসায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ১২টি পরিবার বাস করে। প্রতি মাসে তিনি ওই বাসা থেকে প্রায় ৫০ হাজার টাকা পান। কিন্তু করোনার কারণে অসহায় হয়ে পড়া ওই মানুষের এপ্রিল ও মে মাসের বাসা ভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি। পাশাপাশি কোন সমস্যায় পড়লে তাঁকে জানাতেও ভাড়াটিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অ্যাডভোকেট খায়রুল কবীর রোমেন বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা সংকুচিত হয়েছে। নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। আমার অবস্থান থেকে আমি আমার ১২জন ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করে দিয়েছি। অন্যরাও এভাবে এগিয়ে এলে মানুষ এই দুযোর্গ কাটিয়ে ওঠবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা দুর্যোগ মোকাবেলায় নানা প্যাকেজ ঘোষনা করেছেন। তিনি দেশের অসহায় মানুষের জন্য প্রণোদনা দিয়েছেন। আমাদেরও উচিত তার পাশে দাঁড়ানো। অসহায় মানুষকে সহযোগিতা করা।
উল্লেখ্য ড. খায়রুল কবীর রোমেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আব্দুর রইছের ছেলে। তিনি সুনামগঞ্জ আদালতের সাবেক পিপি ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মানবিক বিভিন্ন কাজের সঙ্গেও জড়িত।
Leave a Reply