Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে হঠাৎ বাস ধর্মঘট

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সড়কে পার্কিং করে রাখা বাস পুলিশ আটক করে পুলিশ লাইন্সে নেওয়ায় সুনামগঞ্জ থেকে আন্তঃজেলা বাস দেশের কোথাও যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই কারণে বিপাকে পড়েছেন রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলগামী হাজারো যাত্রী।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানালেন, সুনামগঞ্জ বাস টার্মিনালে লোকাল বাসই সংকুলান হয় না। এরমধ্যে আন্তঃজেলা বাস রয়েছে ৮০ টিরও বেশি। এই বাসগুলো টার্মিনালে রাখার কোন ব্যবস্থা নেই। আমরা বাসটার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি করছি। সেটিও হচ্ছে না। এই অবস্থায় সড়কেই বাস রাখতে বাধ্য হচ্ছেন আন্তঃজেলা বাসের চালক শ্রমিকরা। বৃহস্পতিবার বিকালে ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস আটক করে পুলিশ লাইন্সে আটকে রাখা হয়। এই ঘটনায় চালক শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করেছে। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্তঃজেলা বাস কোথাও যাচ্ছে না। পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। বাসগুলো না ছাড়া পর্যন্ত কোন আন্তঃজেলা বাস চলবে না।
সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ্ বললেন, সড়কের উপরে বাস রাখায় জনসাধারণের ভোগান্তি হয়। সড়কে তৈরি হয় যানজট। আইন-শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় এই বিষয়টি বার বারই আলোচনা হয়। এই অবস্থায় ট্রাফিক কন্ট্রোলের জন্য তিনটি বাস পুলিশ লাইন্সে এনে রাখা হয়েছে। এ কারণে কর্মবিরতি ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যুক্তিযুক্ত হবে না।

Exit mobile version