Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে সৌরভ মিয়া নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়া থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। সৌরভ একই ইউনিয়নের পাশর্^বর্তী নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে সৌরভের সাথে লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মাহিনূরের বিয়ে হয়। গত কিছুদিন ধরে মাহিনূর তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় তার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না। রাতে খাওয়া দাওয়ার পড়ে সৌরভ ও মাহিনূর দুজনই একই ঘরে শুয়ে পড়ে। ভোরে মাহিনূর ঘুম থেকে ওঠে দেখে সৌরভ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলছে। এ সময় মাহিনূরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, মত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version