Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে শেষ মূহুর্তে দুই প্রার্থী সরে দাঁড়ালেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার দুইটি আসনে সুষ্ঠু ভোটের মাঠ নেই এবং দলের সহযোগিতা না পাওয়ার অভিযোগ এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি ও বিএনএমের দুই প্রার্থী। সুনামগঞ্জ-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার এবং সুনামগঞ্জ-৪ আসনে বিএনএমের প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন ভোটে না থাকার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দুই প্রার্থী।

বেলা ১১টায় জামালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মন্নান তালুকদার বলেন, ১৯৮৬ সাল থেকে একনিষ্ঠভাবে আমি জাতীয় পার্টির সাথে আছি।

 

জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি। পরবর্তীতে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটের প্রার্থীর সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করি। এবারো দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাই। কিন্তু আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বারবার যোগাযোগ করেও তাঁদের কাছ থেকে কোনো ধরণের সহযোগিতা পাই নি। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পেরেছি আসন ভাগাভাগির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমিন সহ উপজেলা নেতৃবৃন্দ।

এদিকে দুপুরে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সাবেক সংসদ সদস্য মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীন বলেন, আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। প্রথমে আমার মনোনয়ন বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গা থেকে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় আমি প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে প্রার্থীতা বৈধ করে নির্বাচনে ফিরে এসেছি। আমার প্রথমে মনে হয়েছিলো, নির্বাচন সুষ্ঠু হবে কিন্তু বর্তমানে যা দেখছি সেখানে বলতে হচ্ছে— দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমার সমর্থিত মানুষদের উপর ক্ষমতাসীনরা হামলা চালিয়েছে, মারধর করেছে। যাদের বিরুদ্ধে অনেক পুরোনো রাজনৈতিক মামলা ছিলো, সেগুলো দেখিয়ে আবারও গ্রেফতার করা হচ্ছে নির্বাচনের আগে। একদিকে শাসক দলের অত্যাচার অন্যদিকে হামলা—মামলা, গ্রেফতার। সেজন্য এখানে কোন সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিবেশ নেই। এছাড়া এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী দুই হাত ভরে টাকা বিলাচ্ছেন, যেখানেই যাচ্ছেন টাকা দিয়ে আসছেন। এটা নির্বাচনী পরিবেশ নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এবং আমি আজ থেকে কোন প্রার্থী নই, কোনো প্রার্থীর পক্ষেও নেই এবং আগামী ৭ জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করলাম।

প্রসঙ্গত, সুনামগঞ্জ—১ আসন থেকে আব্দুল মান্নান ছাড়াও আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমেদ, বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমেদ, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী, গণফ্রন্টের জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির হারিছ মিয়া।

সুনামগঞ্জ—৪ আসনে দেওয়ান শামছুল আবেদীন সহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। প্রতীক বরাদ্দের পরের দিন নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এখন নির্বাচনের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক ও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, এনপিপির মোহাম্মদ দিলোয়ার ও স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন।
সুত্র সুনামগঞ্জের খবর

Exit mobile version