আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে শিক্ষা বাজেট নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তারা,জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় ধরার পক্ষে মত প্রকাশ করেছেন। তারা বলেছেন বিগত কয়েকটি বছরের বাজেট পর্যালোচনায় দেখা যায়,শিক্ষা খাতে মাত্র ১১% ব্যায় ধরা হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য। ইদানিং কালের বাজেটে শিক্ষা খাতের সাথে প্রযুক্তিও সংযুক্ত করে শিক্ষা বাজেটকে ভাগাভাগি করা হচ্ছে। যা জাতি হিসেবে কোনক্রমেই মেনে নেওয়ার মতো নয়। তারা বলেন,উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতায় ঠিকে থাকতে হলে সর্বোপরী দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে গেলে জাতীয় বাজেটে শিক্ষা খাতের বরাদ্ধ অবশ্যই বৃদ্ধি করতে হবে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এনজিও সংস্থা পদ্মা ও গণ সাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষা বাজেট বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মনজুর মোহাম্মদ শাহরিয়ার,বিশিষ্ট নারী নেত্রী শীলা রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী,পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,গণ সাক্ষরতা অভিযান এর উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ,জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওমর ফারুক,ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মাইজবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,ব্র্যাকের ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুছ সাত্তার,বীরগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুজ্জামান,সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমদ,সাংবাদিক আকরাম হোসেন, শাহজাহান চৌধুরী,শহীদ নূর,কলাইয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবর্গ।
Leave a Reply