Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

জগন্নাথপুর২৪ ডেস্ক::

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে হত্যা মামলার দুইজন পলাতক আসামিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে তাদরে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার মৃত সুবেদ আলীর ছেলে আসামী আব্দুল কাদির (৬০) ও একই এলাকার তাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)।
র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার পলাতক আসামি আব্দুল কাদিরকে শাল্লা থানার আনন্দপুর এলাকা থেকে এবং রাতে আরেকজন পলাতক আসামি জাহাঙ্গীর চৌধুরীকে সিলেট কোতোয়ালি থানার পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version