সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চার লোককবির ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। লোককবি রাধারমণ দত্ত, দূর্ব্বিণ শাহ্, হাছনরাজা এবং শাহ আবদুল করিমের ভাস্কর্যের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জাসদ সভাপতি আ ত ম সালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলা একাডেমির সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, শিল্পকলা একাডেমির আধুনিক ভবনটি নির্মাণের পর লোককবির ভাস্কর্য স্থাপন করা হয়। এর আগে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভবনটি উদ্বোধন করেন। শুক্রবার ভাস্কর্যগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
Leave a Reply