স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বর্ধিতসভার প্রথম অধিবেশন হয়। বর্ধিত সভায় ১১ উপজেলা চারটি পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এই উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জেলা শহরে নির্মিত হয় একাধিক তোরণ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. রেজাউল কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, কার্যনির্বহী সদস্য মো. গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমেদ।
কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত বলেন, বিগত দিনে হেফাজত ও মৌলবাদের তান্ডব সারা দেশের মানুষ দেখেছে, সুনামগঞ্জে ও ব্যাপক তান্ডব হয়েছে। এসব অপতৎপরতা রুখে দেবার দায়িত্ব যুবলীগের। যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের এই বিষয়ে তা সচেতন থাকতে হবে।
কেন্দ্রীয় এই নেতা বলেন, সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। সুনামগঞ্জ জেলায় বড় বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করতে যুবলীগ সহযোগিতার হাত বাড়াতে হবে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।