সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের বদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী (২০) বদিপুর এলাকার আজমত আলীর ছেলে।
সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াকুবকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম (২০) নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।