1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলীর বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলীর বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৩৭৩ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ সদর উপজেলায় এক মুক্তিযোদ্ধার সন্তানের বাড়িতে হামলা চালিয়ে ৩ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। ১১ নভেম্বর বুধবার দুপুর ১ টায় উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সমেদনগর গ্রামে মুক্তিযোদ্ধা মৃত বদু মিয়ার পুত্র সমুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ১০ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছেন কান্দি সমেদনগর গ্রামের আব্দুস ছোবহান এর পুত্র আব্দুল আলী, উপর বনগাও সাফির উদ্দিনের পুত্র উমর আলী, মৃত ময়না মিয়ার পুত্র আক্কাছ,সমেদনগর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র মছরব, মনফর আলীর পুত্র আলী নূর,আলী আমজাদ, আহমদ আলীর পুত্র আব্দুল জলিল, আব্দুল জলিলের পুত্র সজল, মছরবের পুত্র জাভেদ, মৃত কনুর পুত্র বাবুল,বিরামপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র আব্দুল মজিদ প্রমুখ। মামলার বিবরনে প্রকাশ,আগামী ১৪ নভেম্বর রোজ শনিবার দুপুর ১২টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে স্থানীয় বনগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধার সন্তানদের এক সমাবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজক সংগঠনের রঙ্গারচর ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলী জেলা নেতৃবৃন্দের নির্দেশে মাইকযোগে প্রচারনা চালান। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল মজিদের দোহাই দিয়ে সকল সন্ত্রাসীরা সমাবেশের প্রচারনা না চালানোর জন্য সমুজ আলীকে নির্দেশ দেয়। তাদের অন্যায় হুকুম না মানলে ঐ সন্ত্রাসীরা তাকে খুন করবে বলেও ঘোষনা দেয়। সমুজ আলী জেলা নেতৃবৃন্দের নির্দেশে প্রচারনা চালানোর জন্য প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা বেআইনী জনতাবদ্ধে মিলিত হয়ে হাতে দা লাঠি ও লোহার রডসহ দেশীয় প্রাননাশক অস্ত্রাদি নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক সমুজ আলীর বাড়ি ঘেরাও করে তার বসতঘরে অনধিকার প্রবেশ করত: তাকে জোরপূর্বক টানাহেছড়া করে ঘর হইতে বাহিরে নিয়ে বেদম কিলঘুষি ও লাথি মারতে শুরু করে। সন্ত্রাসী উমর মদ্যপানে আসক্ত থেকে হাতের লাঠি দ্বারা বারি মেরে সমুজ আলীকে আহত করে তার শার্টের পকেট থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনুরুপভাবে সন্ত্রাসী আব্দুল আলী মদ্যপানে আসক্ত থেকে তাকে মারপিঠ করে সমুজ আলীর হাতে থাকা সভা আহবানের কাগজপত্র ছিনিয়ে নেয়। সন্ত্রাসী আলীনূর ও আলী আমজদ সমুজ আলীর স্ত্রী কিছনা বেগমকে চুলমুঠো ধরে নারী জাতীয় শ্লীলতাহানী ঘটায়। সন্ত্রাসী সজল সালিশী বাতেন মিয়াকে মারপিঠক্রমে আহত করে তার শার্টের পকেটে থাকা ২ দুই হাজার টাকা ছিনতাই করে। পরে আহতদের শোর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা থানায় মামলা না করা এবং আব্দুল মজিদের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনার শর্তে তাদেরকে ছেড়ে দেয়। সমুজ আলী স্থানীয়দের সহায়তায় জেলা সদরস্থ পুরাতন বাসস্ট্যান্ডস্থিত কার্যালয়ে গিয়ে জেলা নেতৃবৃন্দকে ঘটনার কথা অবগত করেন এবং জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হাজী কেবি রশিদ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান,জেলা আহবায়ক সাংবাদিক আল-হেলাল,যুগ্ম আহবায়ক দেওয়ান জিসান রেজা চৌধুরী,নিয়ামুল বাশার পাপ্পু ,এডভোকেট নাজমুল হুদা হিমেল, সদস্যসচিব কেবি মুর্শেদ জাহাঙ্গীর, প্রজন্ম লীগের উপজেলা সভাপতি মইন উদ্দিন,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রঙ্গারচর ইউপি কমিটির সভাপতি আফাজ উদ্দিন মেম্বার,সহ-সভাপতি মহসিন মিয়া ও সাধারন সম্পাদক সাহাজ উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলীর দায়েরকৃত অভিযোগটি তদন্তের জন্য এস আই রিপনকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com