সুনামগঞ্জ সংবাদদাতা-সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মানব পাঁচারকারী আজির উদ্দিন (৪০) কে জেলহাজতে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। সোমবার রাত ৮টায় উপজেলার আমবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজির উদ্দিন মান্নারগাঁও ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত এলাইস মিয়ার ছেলে। দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন,২০১৪ সালের ৮ এপ্রিল কক্সবাজার জেলার টেকনাফ থানায় আজির উদ্দিনের নামে মানব পাঁচারের একটি মামলা হয়। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
Leave a Reply