জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালগঞ্জ উপজেলার মহালিয়া হাওরে মাছ ধরার জন্য একটি ফসলরক্ষা বাঁধ কাটার অভিযোগে অদুদ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ওই হাওরে বাঁধ নির্মাণের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শনে গিয়ে বাঁধ কাটার অভিযোগে ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। আটককৃত অদুদ মিয়ার বাড়ি হাওরপাড়ের তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামে।
পাইবো কর্মকর্তরা জানান, হাওরের ফসল রক্ষায় প্রতি বছর বাঁধ নির্মাণ করা হয়। পাউবো ও প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এই কাজ করে। নভেম্বর থেকে হাওরে বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় মাটির কাজ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বাঁধের কাজ পরিদর্শনে ওই হাওরে যান। এ সময় মহালিয়া হাওরে মাছ ধরার জন্য কিছু লোক একটি ফসলরক্ষা বাঁধ কেটে পানি নিষ্কাশন করছিলো। জেলা প্রশাসক তাৎক্ষণিক বাঁধ কাটা বন্ধ করেন এবং কাজের নেতৃত্বে থাকা অদুদ মিয়াকে আটকের নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে ওই বাঁধের সংস্কার কাজ করান।
পাউবোর কর্মকর্তারা আরও জানান, জামালগঞ্জের বেইলি ইউনিয়ন পরিষদের সদস্য দেবাশীষ দাস কারো অনুমতি না নিয়ে মাছ ধরার জন্য হাওরের বাঁধ কাটাচ্ছিলেন। জেলা প্রশাসক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাঁধের কাজ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঙ্গে পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রি-ওয়ার্ক কাজ শুরু হয়েছে। হাওরে বাঁধ নির্মাণ একটি বিশাল কাজ। হাওরের ফসলের ওপর হাওরবাসী নির্ভরশীল৷ তাই ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজটি সঠিকভাবে সময়মতো করতে চাই।