Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ভূমি বিরোধের জের ধরে এক পরিবারের ৭ জন জখম

সংবাদদাতা :সুনামগঞ্জ পৌর এলাকায় ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এক পরিবারের ৭জনকে রামদা দিয়ে কোপিয়ে জখম করেছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ডের হাছননগর ময়নার পয়েন্ট আবাসিক এলাকায় আহত নজরুলের বসতবাড়ি সংলগ্ন উত্তর পশ্চিমে সরকারী রাস্তায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান,যুক্তরাজ্য প্রবাসী ভূমিদস্যু আলী হায়দার জাল দলিল সম্পাদনের মাধ্যমে স্থানীয় ব্যাংক কর্মচারী ইয়াদত আলীর পুত্র নজরুল ইসলামের ক্রয়কৃত বসতভিটা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ভাড়াটে সন্ত্রাসী ময়না মিয়া ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে জনমনে ভীতি ও অরাজকতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ময়না ও তার বাহিনীর লোকজন আলী হায়দরের বসতবাড়ির নিকটে নজরুল ইসলামকে তার ক্রয়কৃত বসতবাড়িতে অবস্থান করতে হলে তাহাদেরকে ১ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে দাবী করে। চাহিতো চাঁদা না পাওয়ায় নজরুল ইসলামের ক্রয়কৃত ভিটেবাড়ির জায়গা গ্রাস করার অসদুদ্দেশ্যে তাদের উপর বারংবার হামলা চালিয়ে যাচ্ছিলো। এসব ঘটনায় ময়নাগংদের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা বলবৎ ছিলো। ঘটনার দিন নজরুল ও তার ভাই ঘর হতে কাজীর পয়েন্ট সেটেলম্যান্ট অফিসের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে ময়না ও তার ছেলে এবং আত্মীয় স্বজনরা পূর্ব পরিকল্পিত হামলা চালিয়ে নজরুল ইসলাম (৩৮), তার ভাই রিয়াজ (২০), বোন স্বপ্না বেগম (৩০) ও তাদের আত্মীয় একই এলাকার মৃত আব্দুল হামিদের বিধবা স্ত্রী শেলী বেগম (৬০), মৃত আব্দুল মোতালিবের পুত্র মন্টু মিয়া (৪৫) ও মিন্টু (২৮) কে আহত করে। হামলার পাশাপাশি সন্ত্রাসীরা নজরুল ও তার পরিবারের কাছ থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুঠতরাজ করে নেয়। সংবাদ পেয়ে সদর থানার এসআই সৈয়দ বশির আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মারনাস্ত্রসহ সামছুল ও তপু নামের ২ সন্ত্রাসীকে আটক করেন। ঘটনার ব্যাপারে আহত নজরুলের পক্ষে তার পিতা ব্যাংক কর্মচারী মোঃ ইয়াদত আলী ৭ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলার বিবাদীরা হচ্ছে হাছননগর ময়নারপয়েন্ট আবাসিক এলাকার নিসর্গ ৩৫ নং বাসভবনের বাসিন্দা ইলিয়াছ আলীর পুত্র সামছুল (৪২), সামছুলের স্ত্রী নারগিস বেগম (৩৫),মৃত সাদত আলীর পুত্র ময়না মিয়া (৪৮), ময়নার স্ত্রী নীরু বেগম (৪৮), পুত্র বাপ্পু মিয়া (২২) হেপ্পু মিয়া (২২),সুলতানপুরের শাহাব উদ্দিনের পুত্র মাহবুবুর রহমান তপু (২৪) প্রমুখ। স্থানীয় লোকজন জানান, নজরুল ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীরা থানা ও আদালতে দায়েরকৃত একাধিক মামলায় অভিযুক্ত একদলভূক্ত চোর ডাকাত, জালিয়াত, প্রতারক,আইন অমান্যকারী ও উগ্র সন্ত্রাসী প্রকৃতির লোক। ময়নার স্ত্রী নীরু বেগম গত কয়েকদিন পূর্বে জালিয়াতি প্রতারনার মামলায় বিজ্ঞ আদালতের আদেশে কারাভোগ করে। অন্যান্যরা বিভিন্ন সময় থানা পুলিশের হাতে আটক হয়। মঙ্গলবার ভাড়াটে সন্ত্রাসী হিসেবেই পরিকল্পিত হামলা চালিয়ে এরা নিরীহ নজরুল ইসলামের পায়ের রগ কেটে দিয়েছে। তার পরিবারের সকল সদস্যকে রামদা দিয়ে কূপিয়ে জখম করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুন-অর রশীদ চৌধুরী বলেন,সন্ত্রাসীগন কর্তৃক রগ কাটার ঘটনাসহ এক পরিবারের কয়েকজনকে আহত করার সংবাদে আমরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। কোন সন্ত্রাসীদেরকে এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা।

Exit mobile version