সুনামগঞ্জ সংবাদদাতা- :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এরা হলেন-বাবা আব্দুস সত্তার (৪৮) ও ছেলে রমজান (১৮)।মঙ্গলবার ভোরে কোনো এক সময় হালুয়ারঘাট এলাকার মিজান স’মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।আব্দুস সত্তার সদর উপজলোর সুরাম ইউনিয়নের বাদারটেক গ্রামের বাসিন্দা।সুরমার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, সোমবার দিনগত রাতে ইউনিয়নের বাদারটেক গ্রামের আব্দুস সত্তার ও তার ছেলে রমজান একটি ছোট নৌকায় করে হালুয়ারঘাট এলাকায় মাছ ধরতে যান। সকাল হয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হালুয়ারঘাট এলাকায় মিজান স’মিল এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তাদের খুঁজে পাওয়া যায়।চেয়ারম্যান আরো জানান, ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তারা নৌকা নিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যান।তিনি আরো জানান, পল্লী বিদ্যুতের খুঁটিটি কিছুটা হেলে থাকায় তারটি নিচে ঝুলে ছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।
সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।