জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে মধ্যনগরে বালু- পাথর বহনকারী ট্রাক থেকে চাঁদা আদায় কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে এক জন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মহেষখলা বাজারে এই ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের তাহিরপুর এলাকা থেকে নিয়ে যাওয়া বালু পাথরের ট্রাক থেকে ওখানে চাঁদাবাজি করছে বিএনপি ও ছাত্রদল, যুবদলের একটি পক্ষ। এ নিয়ে উপজেলার সাউদপাড়ার বাসিন্দা স্থানীয় বিএনপির নেতা হযরত আলী এবং হোসেনপুরের বাসিন্দা ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে গেল সেপ্টেম্বর মাস থেকেই দ্বন্দ্ব চলে আসছে। আধিপত্যের এই দ্বন্দ্বে এলাকায় শক্তিশালী দুটি পক্ষ তৈরি হয়েছে।
এই দ্বন্দ্বের জের ধরে সোমবার সন্ধ্যায় দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইটপাটকেলের আঘাতে মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হন এবং উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওখানে উত্তেজনা বিরাজ করায় একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, চাঁদা আদায় কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঢিলের আঘাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১০-১৫ জন আহত হয়েছেন। একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।