Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন আহবায়ক কমিটিতেও পুরাতনদের উপরই আস্থা রেখেছে দলটি। নবগঠিত কমিটিতে জেলার সদ্য সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে আহবায়ক করে ৩১ সদস্য রাখা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ সহ আরও বেশ কয়েকটি জেলা ও মহানগর কমিটির তালিকা প্রকাশ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
সুনামগঞ্জের কমিটিতে আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ছাড়া বাকি সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরে নুর আলী,  অ্যাড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ/শান্তিগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক),  আব্দুর রহমান,  নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত,  মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী, মো. আবুর রশীদ।
এর আগে ২০১৭ সালের ২৫ মে কলিম উদ্দিন আহমদ মিলকে সভাপতি ও নুরুল ইসলাম নুরুলকে                                                    সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যের নামোল্লেখ করে সুনামগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিলো।
নতুন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী বললেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী সোমবার জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন আহ্বায়ক, অন্য সকলকে সদস্য রাখা হয়েছে।

Exit mobile version