সুনামগঞ্জ সংবাদদাতা-নামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের নির্মাণাধীন বাড়ির ছাদ ভেঙ্গে খেলা মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত ও সেলিম মিয়া(৪০) নামের ঠিকাদার আহত হয়েছেন। বুধবার বিকেলে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খেলা মিয়া উপজেলার বড়মোহা গ্রামের ফজর আলীর ছেলে এবং ঠিকাদার সেলিম মিয়া হবিগঞ্জ জেলাল বানিয়াচুং-এর অধিবাসী। গুরুতর আহত অবস্থায় ঠিকাদার সেলিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পশ্চিমবীরগাঁও ইউনিয়নের গ্রামের শেরওয়ান খা তার বাড়িটি দোতলা করার কাজ শুরু করেন। প্রায় ২০ দিন আগে বাড়ির দোতলার ছাদ ঢালাই দেয়া হয়। বুধবার বিকেলে ছাদের পাটাতন খোলার সময় হঠাৎ ছাদ ভেঙ্গে পড়ে। এ সময় ঠিকাদারসহ অন্যান্য শ্রমিকরা ছাদের নীচ থেকে বেরিয়ে গেলেও খেলা মিয়া ছাদের নীচে চাপা পড়েন। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে নিহত খেলা মিয়াকে উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply