Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় বেড়েছে চুরি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে বন্যা ও ভারি বৃষ্টির সুযোগে চুরি বেড়েছে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে ঘনঘন চুরি হচ্ছে। চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র। বিশেষ করে হাওর এলাকার হালচাষের গবাদিপশু চুরি হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
ভুক্তভোগীরা জানান, গত সপ্তাহে দ্বিতীয় দফা বন্যার সময় সুনামগঞ্জ শহরে অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সংস্কৃতিকর্মী দেবাশীষ তালুকদার শুভ্র’র বাড়ি ও আদর্শ শিশু শিক্ষা নিকেতনে চুরির ঘটনা ঘটে। চোররা ঘরের তালা ভেঙ্গে জিনিসপত্র নিয়ে যায়। জেলা শহরের বাইরেও বিভিন্ন উপজেলার গ্রামেও চুরির ঘটনা বেড়েছে। চোরদের উৎপাতে বিভিন্ন এলাকায় রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকাবাসী।

জানা যায়, গত বুধবার রাতে শান্তিগঞ্জের সিচনী গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। চোররা আব্দুল কাহারের দুটি গরু নিয়ে যায়। একইদিন শাল্লা উপজেলার ভাটিবাংলা কলেজের তালা ভেঙ্গে কম্পিউটার, প্রিন্টার, স্টেবিলাইার, গ্যাস সিলিন্ডার, চুলা, স্ট্যান্ডসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এছাড়া গত ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত ১৫টি গরু চুরির ঘটনা ঘটেছে।

বন্যা আর রাতে ভারি বর্ষণের সুযোগে চোরেরা সহজে চুরি করে পালিয়ে যেতে পারছে। 

কাল্লা ভাটিবাংলা কলেজের দাতা সদস্য পিসি দাস পীযুষ বলেন, আমাদের কলেজের কম্পিউটারসহ মূল্যবান ইলেকট্রনিক্স সরঞ্জাম চুরি গেছে। আমরা বিষয়টি পুলিশকে অবগত করেছি। এছাড়া শাল্লার বিভিন্ন গ্রামে বন্যার সুযোগে গরু চুরি বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মফিজনগর গ্রামের আলম তাজ বলেন, এক সপ্তাহ আগে চোরেরা আমার দুটি গরু চুরি করে নিয়ে গেছে।

প্রতিরাতেই চুরি হচ্ছে। চুরি ঠেকাতে এখন আমাদের এলাকায় স্বেচ্ছাশ্রমে পাহারা বসানো হয়েছে।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, বর্ষাকালে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটে। আমরা টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকেও পাহারা বসানোর কথা বলেছি। চোরদের গ্রেপ্তারে অভিযান চলছে। সুত্র কালের কণ্ঠ
Exit mobile version