Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বন্ধুদের বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে সুনেত্র গ্যাস ফিল্ড (পরিত্যক্ত) এলাকায় ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রয়েল বনগাবী গ্রামের আক্কাছ মিয়ার দ্বিতীয় ছেলে। গত শনিবার রাত দশটার দিকে স্থানীয় হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিল উপলক্ষে বসা অস্থায়ী দোকানপাটের সামনে এ ঘটনা ঘটে। এতে রয়েলের বন্ধু বাবু ও অন্তর নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। বাবু নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ও অন্তর মজিবুর রহমানের ছেলে। ওইরাতেই বাবু ও অন্তরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত একই ইউনিয়নের পাশর্^বর্তী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে তাইন, ফজলু মিয়ার ছেলে রিফাত, মোতালিবের ছেলে সজীব ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইসপিনজাপুর গ্রামের রতন মিয়ার ছেলে মাসুদ রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অন্তর ও তাইন দুজনে সহপাঠী। গত বছর এসএসসি পরীক্ষার সময় আসন নিয়ে দুজনের মধ্যে দ্ব›দ্ব শুরু হয়েছিল।
রয়েলের পরিবার, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রয়েল কৃষি ও রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। কাজের সুবাদে রয়েল দীর্ঘদিন ধরে তার শ্বশুর বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থান করছিল। গত কয়েকদিন আগে রয়েল গাবী হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিল দেখতে বন্ধুদের আহŸানে নিজের গ্রামে আসে। শনিবার বাদ আসর থেকে ওয়াজ মাহফিল শুরু হলে রাতে রয়েল তার বন্ধু অন্তর, বাবুসহ অন্যদের সাথে সেখানে যায়। তারা রাত দশটার দিকে সেখানে বসা একটি অস্থায়ী দোকানে বন্ধুদের সাথে চটপটি খাচ্ছিল। এ সময় পূর্ব শত্রæতার জেরে ওই দোকানের সামনে তাইন, রিফাত, সজীব এবং মাসুদ রানা সংঘবদ্ধ হয়ে অন্তর ও বাবুর ওপর হামলা চালায়। তাইন এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকলে রয়েল তা ফিরাতে যায়। এ সময় রয়েলের বুকে ও পেটে ছুরিকাঘাত লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং অন্তর ও বাবু গুরুতর আহত হয়।

এক পর্যায়ে স্থানীয়রা তাইনসহ হামলাকারীদের আটক করে। পরে স্থানীয়রা রয়েল, অন্তর ও বাবুকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রয়েলকে মৃত ঘোষণা করেন এবং অন্তর ও বাবুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version