Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। রোববার ভোরে কোন কোন এলাকায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এরমধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে এবং জামালগঞ্জে মাছ ধরার সময় আরেক জেলে মারা গেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ীর পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতের ঘটনায় মৃত্য ঘটে তাদের।

এদিকে জেলার জামালগঞ্জে রাত সাড়ে ১২ টায় পৃথক আরেক বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ীর পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান।

দোয়ারাবাজার ও জামালগঞ্জ থানার ওসি বজ্রপাতের ঘটনায় তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version