মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গতকাল শুক্রবার সুনামগঞ্জে শিশুদের বর্ণলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা বিকাল তিনটায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করে।
তিনটি বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিশু শিক্ষার্থী এই প্রতিযোগতিায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী ১৮জনকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা টিআইবির সচেতন নাগরিক কমিটির সদস্য কানিজ সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রুনা শাহীন আরা লেইস, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান। পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি এ আর জুয়েল, সাধারণ সম্পাদক সামির পল্লব শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলো, ক বিভাগে প্রথম প্রীতম দাস, দ্বিতীয় সারাফ ইবনাত প্রভা, তৃতীয় সোহরা সিমরাহ চৌধুরী, এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে অনুজ দাস তনু, মো. সাফওয়ান নূর রাফসান, মির্জা আয়েশা সিদ্দিকা ত্বাহা। খ বিভাগে প্রথম অনিন্দ্য রায়, দ্বিতীয় রাইসা রহমান, তৃতীয় ইসরাত জাহান মুন, এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে আরফিন হোসেন সুমাইয়া, ফারিহা জান্নাহ সাফা, সুরাইয়া আজাদ শাম্মী। গ বিভাগে প্রথম নিশাত তাসনিম নিঝুম, দ্বিতীয় নৌরিন রহমান, তৃতীয় মোছাম্মৎ ফারজানা আক্তার শিমলা, এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে তন্ময় বণিক, ইরফান জামান রুদ্র, সারজিনা ইসলাম।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ছিলেন বন্ধুসভার মো. আশরাফুজ্জামান বাবলু, মেহেদী হাসান, শাহজাহান আলম সিদ্দিকী, সবুজ কান্তি দাস, রাজিব দেব, অমিত বর্মণ, শফিকুল ইসলাম, রাজিয়া সুলতানা, অর্পিতা আচার্য মুক্তা, তাজকিরা হক তাজিন, অদ্বিতীয়া প্রেরণা রূপকথা, রাইয়া রাহমি লেইস, জেন্সি, অর্ক প্রমুখ।
বিজ্ঞপ্তি
Leave a Reply