1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি – দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর চলার পথ কখনো মসৃন ছিল না। অনেক বাধা ছিল। নানাভাবে প্রথম আলোকে থামানোর চেষ্টা হয়েছে। কিন্তু সেটি সম্ভব হয়নি। এর বড় কারণ হলো পাঠকের আস্থা। শুরু থেকেই তার বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে পাঠকদের সব সময় সত্য তথ্য দিচ্ছে। সত্য প্রকাশ প্রথম আলোর বড় শক্তি। প্রথম আলোকে সত্যের পক্ষে থাকতেই হবে।

সুনামগঞ্জে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা এসব কথা বলেন। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। অনুষ্ঠানে আলোচনার সঙ্গে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা ছিল।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে আসা অতিথিরা ছাত্র-জনতার আন্দোলনের কঠিন সময়ে প্রথম আলো যে সাহস নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে তার প্রশংসা করেন। তারা বলেন, এই সময়টায় প্রথম আলোর দিকে দেশ-বিদেশের মানুষ তাকিয়ে ছিলেন। মানুষ সব কিছুর পর প্রথম আলো কি বলেছে বা লিখেছে সেটি দেখতেন। প্রথম আলোর কথা মানুষ বিশ্বাস করতেন। এই ধারা যেন অব্যাহত থাকে।
সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মো. রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। আলোচনা পর্বে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, কবি ও গীতিকার ইসতিয়াক রুপু, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য কানিজ সুলতানা, সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, কবি ও লেখক সুখেন্দু সেন, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সোহেল রানা ও রীতা আচার্য, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হক।
অধ্যাপক পরিমল কান্তি দে তাঁর বক্তব্যে বলেন, শুরু থেকেই থেকে প্রথম আলোর সঙ্গে আছি। বাংলদেশকে নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আমরা একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছি। এ অবস্থায় প্রথম আলো যখন বাংলাদেশের জয়ের কথা বলে, আলোর পথ দেখায়, তখন ভরসা পাই।
সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com