জগন্নাথপুর২৪ ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম দাখিল করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জাপার সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং তার ছেলে অ্যাড. নাজমুল হুদা হিমেল।
বুধবার বিকালে সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হতে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ’র নিকট অ্যাডভোকেট আব্দুল মজিদ’র পক্ষে সরকারি মনোনয়ন ফরম জমা দিয়েছেন অ্যাড. শাহ আলম সহ নেতাকর্মীরা।
একই সময় সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট আব্দুল মজিদ এর ছেলে অ্যাড. নাজমুল হুদা হিমেল।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা নুরুল মিয়া, রঙ্গারচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, দোয়ারাবাজার জাপা সহসভাপতি শরিয়ত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।
Leave a Reply