সুনামগঞ্জ সংবাদদাতা-গত ৮ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোজ হয়েছেন আবু সুফিয়ান (৫১) নামের এক ব্যাক্তি। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত আব্দুশ শাহিদ মিয়ার পুত্র। পারিবারিক সূত্র জানায়, রবিবার রাত ৮টায় সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের ফকিরনগর গ্রামস্থিত শ্বশুড়ালয় থেকে একটি মোটর সাইকেলে করে শহরের একজন প্রভাবশালী জলমহাল ব্যবসায়ীর সাথে দেখা করার উদ্দেশ্যে আসেন তিনি। মোটর সাইকেল চালক তাকে আলফাত ভবনের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর তিনি চলে যান জলমহাল ব্যবসায়ীর কাছে। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। নিঁেখাজ আবু সুফিয়ানের ছোট ভাই জামাল উদ্দিন এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি নং ৫১৮ তাং ১০/১১/২০১৫ ইং দায়ের করেছেন। নিখোঁজ আবু সুফিয়ানের সন্ধান চেয়ে তার পরিবারবর্গের পক্ষ থেকে ০১৭৫৫-৪৫৭৬৩২ ও ০১৭৪৬-০৬৫৫০৩ নং মোবাইল ফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।