সুহেল হাসান:: সুনামগঞ্জের তরুণদের নাট্য সংগঠন ‘সুনামগঞ্জ প্রসেনিয়াম’-এর একটা আয়োজন। রোববার সন্ধ্যায় নাটক ‘রিমান্ড’ মঞ্চস্থ করতে নাট্যকর্মীদের যত ব্যস্ততা। সুনামগঞ্জ পৌরসভা চত্বরে সন্ধ্যা ৬টায় নাটকটির ৫ম প্রদর্শনী করে তারা। নাটকে সমাজের নানা অসংগতি, অপশাসন ফুটিয়ে তোলা হয়। নাটকটি রচনা করেন সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয়। নির্দেশনায় ছিলেন দেবাশীষ তালুকদার শুভ্র। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাদেকুর রহমান সনি, বশির খান, লিখন আহমদ, বরাত, আনোয়ারা, জুবাইর আহমদ খান, সুমন রায়, ফয়সাল, আলাউর, গৌতম, মামুন, সাব্বির, রুবাইয়া, পাখি, তিথি, রকি, তানভীর, ইমন, মাহফুজ, আরিফ, চৈতী, গৌতম। রিমান্ড নাটক উপভোগে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।