Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টা/ যুবকের কারাদণ্ড

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আরিফ আলী (২২) লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন জানান, আরিফ আলী তার বড় ভাই সৌদি আরব প্রবাসী শরিফ আলীর ভোট দিতে এসেছিলেন। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

Exit mobile version