সুনামগঞ্জ প্রতিনিধি- ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক মিছিল ও শোভাযাত্রা বের করা হয়েছে। পরে ছাত্রলীগের বিবাদমান দুগ্রুপ মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়, পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণের নেতৃত্বে পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি মিছিল বের করা হয় একই সময়ে শহরের উকিল পাড়া দলীয় কার্যলায় থেকে অপর গ্রুপ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর নেতৃত্বে আরো একটি মিছিল পৌর সভার সামনে এলে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে দুগ্রুপকে দুদিকে সরিয়ে দেয়। এদিকে রফিক গ্রপের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তনুজ কান্তি দে। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইকবাল হোসেন,মনির হোসেন,শাহজাহান লিটন,যুগ্ম সাধারন সম্পাদক আজহারুল আলম শিপু,আবু সাইয়িদ মারুফ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন,হারুনুর রশিদ মারুফ,আবু লেইছ রিজেন,আক্তারুল আলম ও বরুন কান্তি দে প্রমুখ। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী, জানান, ‘ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে বলেন,ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের গৌরবউজ্জ্বল ছাত্র সংগঠনের নাম। এ সংগঠনের নেতাকর্মীরা যুগে যুগে ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে কাজ করে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের গৌরব অক্ষুন্ন রেখে নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের অতন্ত্র প্রহরীরর মতো বর্তমান সরকারের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।