Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পৌর শহরের বড়পাড়া এলাকার তিনতলা বাসার উপরতলার জানালার গ্রীল কেটে কয়েক লক্ষ টাকার স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। ঘর তালাবদ্ধ থাকায় চুরি করার সময় কেউ কিছু টের পায়নি।
ঘটনাটি ঘটেছে বড়পাড়া এলাকার শ্যামলী ১ নম্বর বাসায়। বাসাটি প্রয়াত বীর মুক্তিযুদ্ধা জিয়া উদ্দিনের। বাসার তৃতীয় তলায় থাকতেন জিয়া উদ্দিনের তৃতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আলমগীর জাহান। ঘটনার দিন আলমগীর তার স্ত্রীর চিকিৎসার জন্য পরিবার সহ সিলেটে ছিলেন। খালি বাসা পেয়ে রাতে জানালার গ্রীল কেটে দশ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানান জিয়া উদ্দিনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর সেলিম।
তিনি বলেন, আমার ভাই সিলেটে এবং আমি ঢাকা ছিলাম। বুধবার আমি সুনামগঞ্জে এসে সকালে ছাদে কাপড় শুকানোর জন্য গেলে- ছাদ থেকে নিচের জানালার গ্রীল কাটা দেখতে পাই। পরে পুলিশকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকে দেখি আলমারি ভেঙে দশ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে। এছাড়াও পুরো ঘর তছনছ করে ফেলেছে। আমরা থানায় অভিযোগ করেছি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, চুরির খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা কয়েকদিন ধরে বাসায় নেই। ঠিক কোনদিন চুরি হয়েছে তাও বলা যাচ্ছেনা। চোর ধরতে ব্যবস্থা নেয়া হয়েছে।

Exit mobile version