সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোঃ আসলাম মিয়া(৪২)। সে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মামুন মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক কেজি গাজাঁসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে গাজা ব্যবসায়ি গ্রেফতার।