আল-হেলাল, : সিলেট-সুনামগঞ্জ সড়কে কয়লাবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক মোটর সাইকেল আরোহী । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। পুলিশ জানায়,রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের লীলপুর বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেটগামী একটি কয়লাবাহী ট্রাকের সাথে দিরাই থেকে সুনামগঞ্জগামী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারান মোটর সাইকেল আরোহী মিল্টন রায় (৪০)। তিনি জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার নিবাসী মৃত হরলাল রায়ের ছেলে। সুনামগঞ্জ সদর থানার ওসি হারুন-অর রশীদ চৌধুরী ও চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে সদর থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাক ও মোটর সাইকেল আটক করেছে। এ ঘটনায় অপর আহত ২ জন জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
Leave a Reply