Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে বিক্ষোভ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কোটা সংস্কারের পক্ষে-বিপক্ষে আজ বুধবার সুনামগঞ্জে আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।  এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন বাসস্টেশ ও হাছননগরের হোসেন বখ্ত চত্ত্বর এলাকায়।

বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাধারণ ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। বিপূল সংখ্যক পুলিশ শুরুতেই মিছিল আটকে দেয়। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। পরে ওখানেই বক্তব্য দেন ছাত্রদলের কয়েকজন নেতা।

বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে জমায়েতসহ নেতা কর্মীরা শান্তি মিছিল করে পুরাতন বাসস্টেশন থেকে উকিলপাড়া পর্যন্ত যায়।
কাছাকাছি সময়ে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন শহরের হোসেন বখ্ত চত্ত্বরে। এরা ওখানে সমাবেশ শেষে সরকারি কলেজের দিকে যায়।

কয়েক মিনিটের মধ্যেই লাটিসোটা হাতে নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে’র নেতৃত্বে উকিলপাড়া থেকে ছাত্রলীগ নেতা কর্মীদের মিছিল হোসেন বখত চত্ত্বরে এসে অবস্থান নেয়। ছাত্রলীগের মিছিল পরে সরকারি কলেজের দিকে যায়। ছাত্রলীগের মিছিলকারীরা হাছননগরের বিহারী পয়েন্টে গিয়ে কয়েকজন সাধারণ ছাত্রকে পেয়ে উত্তেজিত হতে দেখা যায়। পুলিশের হস্তক্ষেপে পরে দুইপক্ষ দুইদিকে যায়।

হাছননগরের পুলিশ সুপারের বাংলোর সামনের সড়ক থেকে ছাত্রলীগের মিছিলকারীরা আবার হোসেন বখ্ত চত্ত্বরে ঘুরে আসে। এসময় ওখানে কয়েকজন সাধারণ ছাত্রকে দাঁড়ানো দেখে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Exit mobile version