আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারী এনজিও সংস্থা পদক্ষেপ। মঙ্গলবার বিকেল ২টায় সংস্থার সুনামগঞ্জ জেলা সদরের হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি-২০১৮ কার্যক্রমের আওতায় এই বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ গোলাম এহিয়া। এসময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল,পদক্ষেপ এর সুনামগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানাজার মোঃ আব্দুর রহমান,এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান,প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম খলিফা,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুরমা ইউনিয়নসহ সুনামগঞ্জ সদর উপজেলার ৫ জন দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মধ্যে ২য় দফায় জনপ্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় সারা দেশে ১০৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানিয়েছেন পদক্ষেপের এরিয়া ম্যানাজার মোঃ গোলাম এহিয়া। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেন,পদক্ষেপ শুধু ঋন বিতরনই নয় বরং স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশনসহ মানুষের মৌলিক প্রয়োজনের বিভিন্ন চাহিদা পূরণ করে পিছিয়ে পড়া সুনামগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আমি তাদের সকল সেবামূলক কার্যক্রমের প্রসংশা জানাচ্ছি। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তির টাকা কাজে লাগিয়ে মেধার বিকাশ ঘটাতে আন্তরিকভাবে লেখাপড়ার জন্য উদাত্ত আহবাণ জানান।
Leave a Reply