জগন্নাথপুর২৪ ডেস্ক:: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বিশ্বম্ভরপুর থানাধীন ভাতেরটেক এলাকা থেকে ২০৮ (দুইশত আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন ভাতেরটেক গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫), ও ফিরোজ মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম(২০)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন আটককৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিশ্বম্ভরপুর থানায় হস্থান্তর করা হয়েছে।