সুনামগঞ্জ সংবাদদাতা :কুড়িগ্রাম জেলা সদরে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে নির্মমভাবে খুন করার প্রতিবাদে এবং মহান স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আহবায়ক সাংবাদিক আল-হেলাল। সদর উপজেলা শাখা সভাপতি কাজী জসিম কামাল এর সভাপতিত্বে ও সহ-সভাপতি নেছার আহমদ শফিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না,জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আজিম উদ্দিন, প্রজন্ম লীগের সহ-সভাপতি শ্রী বিধান চন্দ্র দাস, পৌর কমিটির সভাপতি ছাদিয়া বখত সুরভী,সহ-সভাপতি বিল্লাল হোসেন বেলাল,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কমিটির সহ-সভাপতি মোস্তাক আহমদ রোমেল, নুরুল আমিন, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক কিতাব আলী, অর্থ সম্পাদক নাছিমা আক্তার,সমাজকল্যাণ সম্পাদক খোকন মিয়া, কাউসার আলম ও সদস্য রোকন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম হতে আগত মুক্তিযোদ্ধার সন্তানগন। আলোচনা সভা চলাকালে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করতে এসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কর্মসুচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন,সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ, সাবেক কমান্ডার রেনু মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক মোঃ আশরাফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশ চলাকালে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক বাউল আমজাদ পাশা,বাউল তছকীর আলী, বাউল কামাল পাশা স্মৃতি সংসদের আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, বাউল শিপার মিয়া,শিল্পী আমির হোসেন, ও বাউল সাদিক মিয়াসহ স্থানীয় বাউল শিল্পীবৃন্দ।