সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ৮টি বসত ঘরে আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাত ৮ টায় এ বসত ঘরগুলোতে আগুন লাগে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বদরুল কাদির শিহাব জানান, রাত ৮টার শহরের জজকোর্ট সংলগ্ন ওয়াজিবাড়িতে আগুন লেগে ৮টি বসতঘর পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। একটি বসত ঘরের কূপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় মানুষের সহায়তায় আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কবিরুল ইসলাম। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তিনি তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি। আগুন নেভানোর পর সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply