1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জের ৪ পৌরসভায় প্রচারনায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ৪ পৌরসভায় প্রচারনায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৩৫৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :প্রধান পদে কম সংখ্যক প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের মধ্যে দিয়ে ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার ৪ পৌরসভায় পৌর নির্বাচন প্রচারনা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের পাতি নেতারা পযর্ন্ত প্রচারনায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন। বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করলেও মেয়র পদে এবারের মত কম সংখ্যক প্রার্থী আর কখনও হয়নি। সাধারন ভোটাররা বলছেন নিবার্চন একটি আই ওয়াশ মাত্র। এখানে বিরোধী দলের প্রার্থী নির্বাচিত হলেও রায় ঘোষনা হবে সরকারী দলের অনুকুলে। তাছাড়া সরকার ক্ষমতায় থাকায় সরকারী দলের প্রার্থীরাই নির্বাচনে সকল সুবিধা ভোগ করবেন এটাই স্বাভাবিক। ডাক ডোল পিঠিয়ে প্রচারনা শুরু করলেও সুনামগঞ্জের চার পৌর সভার তিনটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিএনপি প্রার্থীর অবস্থান অত্যন্ত ভাল বলে সাধারন ভোটাররা মন্তব্য করছেন। সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার জরীপেও আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থী, ১ টিতে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যটিতে বিএনপি প্রার্থীর অবস্থান ভালো বলে উল্লেখ করা হয়েছে। জানা যায়-চার পৌর সভায় মেয়র পদে মোট ১৩জন,ওর্য়াড কাউন্সিলর পদে ১৫৪জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

সুনামগঞ্জ:

সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সুনামগঞ্জ সদর পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৩ শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৪১৯ জন,মহিলা ভোটার ১৯৯৫৫ জন। মেয়র প্রার্থীরা হলেন বর্তমান মেয়র আইয়ুব বখত জগলুল (আওয়ামী লীগ),অধ্যক্ষ শেরগুল আহমেদ (বিএনপি),হাসন রাজার প্রৌপুত্র দেওয়ান গনিউল সালাদিন (স্বতন্ত্র)। এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং ওর্য়াড কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বেশির ভাগ ভোটাররা বলছেন-এখানে দলীয় ভিত্তিতে নয় প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই গনরায় প্রদান করা হবে। এখানে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিন এর অবস্থান ভাল বলে বেশির ভাগ ভোটাররা দাবী করেন।

দিরাই :

সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকাধীন দিরাই পৌরসভায় এবার ভোটার সংখ্যা ১৮,৬৭৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪৩৫ জন,মহিলা ভোটার ৯২৩৯ জন। মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন- মোশারফ মিয়া (আওয়ামী লীগ),মইনুদ্দিন চৌধুরী মাসুক (বিএনপি),রফিকুল ইসলাম রফিক সর্দার (জাপা),মোজাম্মেল হক (জাসদ)। এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মাত্র ১০ জন এবং ওর্য়াড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই পৌরসভায় গত বার আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আর্শিবাদপুষ্ট প্রার্থীর বিজয় হলেও এবার বিএনপির সাবেক প্রার্থীর অবস্থান অত্যন্ত ভাল বলে জানান স্থানীয় ভোটারগন।

জগন্নাথপুর:

সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার জগন্নাথপুর পৌরসভায় এবার ভোটার সংখ্যা ২৪৫৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৪৬৩,মহিলা ১২১৩৫জন। মেয়র প্রার্থীরা হলেন-সাবেক মেয়র আব্দুল মনাফ (আওয়ামী লীগ),রাজু আহমেদ (বিএনপি),শাহ নুর করিম (স্বতন্ত্র)। এখানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামীলীগের বিদ্রোহী ও সাবেক মেয়র প্রতিদ্বন্ধী প্রার্থী শাহ নুরুল করিম এর প্রতি স্থানীয় আওয়ামীলীগের মাঠ প্রর্যায়ের একাংশের নেতা কর্মীদের সমর্থন রয়েছে।

ছাতক:

সুনামগঞ্জ ৫ নির্বাচনী এলাকাধীন ছাতক পৌরসভায় এবার ভোটার সংখ্যা মোট ২৬৩৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৫৫ মহিলা ভোটার ১২৮৪০ জন। মেয়র প্রার্থীদের মধ্যে দু বারের নির্বাচিত বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী (আওয়ামী লীগ),সাইফুর রহমান সামছু (বিএনপি) ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু (স্বতন্ত্র) রয়েছেন। এখানে মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই পৌরসভার বেশির ভাগ ভোটাদের সমর্থন রয়েছে আ,লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনুর পক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com