সুনামগঞ্জের ৩ পৌরসভাতেই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের অনুসারীরাই নৌকা পেলেন
Update Time :
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
৯৮০
Time View
স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের তিনটি পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনুসারীরা। শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সুনামগঞ্জ পৌর সভায় বর্তমান পৌর মেয়র নাদের বখত জগন্নাথপুর পৌর সভায় বর্তমান পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া ও ছাতক পৌর সভায় বর্তমান পৌর মেয়র আবুল কালাম চৌধুরী কে মনোনয়ন দেওয়া হয়। এই তিনজনই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর আশীব্বাদপুষ্ট হিসেবে পরিচিত
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সুনামগঞ্জ,জগন্নাথপুর ও ছাতকে প্রার্থী পরিবর্তন করতে প্রচেষ্টা চালিয়েছেন বলে গুঞ্জন ছিল। তাদের আশীর্বাদপুষ্ট অনেক প্রার্থী মনোনয়নের জন্য ঢাকায় ১৫দিন ধরে অবস্থান করে জোর লবিং চালিয়ে যেতে শুনা যায়। এদিকে মনোনয়ন পাওয়ার পর পর আওয়ামীলীগের তিন মনোনীত প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর বাসভবনে গিয়ে তাঁকে মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
Leave a Reply