মাছুম আহমদ ঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ার ঘাঠ হতে মঙ্গলকাটা রাস্তার বেহাল অবস্থায় দিন দিন বেড়ে চলেছে জনদূর্ভোগ। এই রাস্তার উপর দিয়ে এলাকার লোকজন আসা যাওয়া এবং যে কোন যানবাহন চলাচল করতে মারাত্মক সংকটময় হয়ে পড়েছে। এলাকার সাধারন জনগণ রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে ভয় পান। জরুরী কোন প্রয়োজনে গর্ভবতী মহিলাদেরকে জেলা সদর হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে যানবাহনের পরিবর্তে কাঁধে ভর করে বিকল্প ব্যাবস্থায় রাস্তায় চলাচল করতে হয়। গর্ভবতী মহিলাদেরকে বিশেষ প্রয়োজনে যানবাহনে করে স্থানান্তর করার প্রয়োজন হলে মা সহ পেটের সন্তান মারা যাওযার সম্ভাবনা থাকে ৯৯%। সদর উপজেলার রঙ্গারচর জাহাঙ্গীর নগর ও সুরমা ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর একমাত্র চলাচলের রাস্তা এটি। এ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই তাদের। আরও বড় কথা হল যে কোন রোগী নিয়ে এই রাস্তায় দিয়েই চলাচল করতে হয় বাধ্য হয়ে। তখন সামান্য রোগীও রাস্তার বেহাল অবস্থার জন্য অসামান্য রোগী হয়ে যায়। মটর সাইকেল ড্রাইভার মোঃ কামাল হোসেন চৌধুরী ও মোঃ রহমত আলী কে এ সর্ম্পকে জিজ্ঞাসাবাদে তারা বলেন, এই ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলাচল করতে গিয়ে গত কয়েক দিন আগে আশাউড়া গ্রামের এক যক্ষা রোগী বাড়ী থেকে জেলা সদর হাসপাতালে আসার পথে ভাঙ্গা রাস্তার ঝাকুনিতে তার নাক এবং মুখ দিয়ে রক্তক্ষরন হয়। মুর্মূষ অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে তাকে সিলেটস্থ এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আরেকজন মটর সাইকেল চালক বলেন,আমরা এমন সংকটময় অবস্থায় ভাঙ্গা রাস্তায় মটর সাইকেল চালাই যে আমাদের মনের মধ্যে সব সময় ভয় থাকে যে কখন কি হয়। একের পর এক দূর্ঘটনায় এলাকার জনজীবন দূর্বিসহ হয়ে উঠেছে। বেরী গাও এর এক লোক কে এই রাস্তা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমার সামনে একজন লোক রাস্তা ভাঙ্গার কারনে মটর সাইকেল ঝাকুনিতে,যাওয়ার পথে র্হাট স্ট্রোক করে মারা যায়। যদি এমন হয় তাহলে আমরা এলাকাবাসী কোথায় গিয়ে বসবাস করবো। জানা যায়,২০০১ সালে বিএনপির শাসনামলে জাতীয় সংসদের সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া এই রাস্তাটি পাকা রাস্তায় উন্নীত করেন। মহাজোট সরকারের আমলে সাবেক এমপি মতিউর রহমানের তত্বাবধানে রাস্তাটি একবার আংশিক মেরামত করা হলেও গত ৪ বছর ধরে ভাঙ্গা অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে রাস্তাটি। সুরমা ইউনিয়নের বর্তমান চেয়্যাম্যান মোঃ আঃ সাত্তার রাস্তার কাজ হবে হবে বলে জনগনকে আশ্বাস দিলেও এ পর্যন্ত কাজের কাজ বলতে কিছুই হয়নি। এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply