স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্মাঞ্জলি অর্পন করেছেন। সেই সাথে দু’জনের একসঙ্গে পথ চলা শুরু বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, বিশিষ্ট নাট্যাভিনেতা সাবেক ছাত্রনেতা ফজলুল কবির তুহিন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীমা শাহ্রিয়ার, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, হারুনুর রশিদ, যুবলীগ নেতা অমল চৌধুরী হাবুল, গৌতম বণিক, সাজ্জাদ হোসেন নাহিদ, মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু হলো, অপেক্ষাকৃত তরুণ সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন তাঁর বাবার পথ অনুসরণ করেই রাজনীতি করবে, তাঁর বাবা সৎ, ন্যায়নিষ্ট ছিলেন, সেও সেভাবেই চলবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে’।
Leave a Reply