সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে এক সাংগঠনিক সমাবেশ সম্পন্ন হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে অনুষ্ঠিত সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান। জাহাঙ্গীরনগর ইউপি শাখা সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সামছুল আলম,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মাইন উদ্দিন,শফিকুল ইসলাম,ইউপি শাখা সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাহাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।