আল-হেলাল/মাছুম আহমদ,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বুড়িস্থল গ্রামের রাস্তার পাশে সুনামগঞ্জ শহরের ময়লা আর্বজনা ফেলে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ। রাস্তার পাশে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষেনা ইনিউস্টিট এর সামনে ফেলে রাখা ময়লা আবর্জনার দূর্গন্ধে এলাকাবাসী স্বাভাবিক জীবনযাত্রা বিষ্ময় হয়ে উঠেছে। মাঝে মাঝে নোংরা আবর্জনা পোড়ার কারনে বুড়িস্থল গ্রামবাসী এবং এই রাস্তায় চলাচল কারী যাত্রীরা দূষিত পরিবেশের মুখোমুখি হচ্ছেন। এই রাস্তায় চলাচলকারী সিএনজি ড্রাইভার মোঃ মধু মিয়া ও যাত্রীরা বলেন, আমরা এলাকাবাসী এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে একাধারে ধোয়ার পাশাপাশি দূর্গন্ধের মুখোমুখি হয়ে সমস্যায় পড়ি। তাই এর একটা সুব্যবস্থা নেয়ার জন্য আমাদের আবদার রইলো পৌর মেয়র এর কাছে। বুড়িস্থল গ্রামের পয়েন্টের ভূষিমালের দোকানদার মোঃ রশিদ মিয়া বলেন, এদিকে কুরবান নগর এবং মোল্লা পাড়া ইউনিয়নের প্রায় ৫৭টা গ্রামের মানুষজন এই রাস্তায় চলাচল করে। এবং ছাত্র/ ছাত্রীদেরকে যাতায়াত করতে হয় এই পথ ধরে। ফলে প্রতিনিয়ত ময়লা আর্বজনার মুখোমুখি হওয়ায় তাদের বিরাট সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন যখন বাতাস আসে তখন চারদিকে দূর্গন্ধ ছড়িয়ে পরে আমাদের বিরাট সমস্যা হয়। গ্রামবাসীর দাবী যদি এই রাস্তার পাশে একটা দেয়াল দিয়ে ময়লা আবর্জনা রাখা হতো তাহলেও কিছুটা রক্ষা পাওয়া যেতো। কিন্তু বড় রাস্তার পাশে খোলা জায়গায় ছাত্রছাত্রীদের আসা যাওয়ার পথে এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখা সত্যিই আহম্মক বুর্বকের কাজ ছাড়া আর কিছুনা। জনগনের দাবী সুনামগঞ্জ পৌরসভা যেন বর্নিত স্থান থেকে অন্যত্রে সরিয়ে দূরে ময়লা আবর্জনা ফেলে। না হয় জনদূর্ভোগ বাড়ানোর জন্য পৌর কর্তৃপক্ষকেই এর দায় দায়িত্ব নিতে হবে।
Leave a Reply