Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার : পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করে বুধবার বিকেল ৫টায় ময়না তদন্তের জন্য জেলহাজতে প্রেরন করেছে পুলিশ। অভিযোগ উঠেছে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে বৃদ্ধাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১২টায় উপজেলার মেরুয়াখলা গ্রামে। নিহত লালজান বিবি (৬৫) মেরুয়াখলা গ্রামের মৃত ইমাম হোসেনের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত লালজান বিবি একমাত্র মেয়ের বাড়ীতেই থাকতেন এবং রাস্তার পার্শ্বে একটি ছোট্ট দোকান দিয়ে ব্যবসা করতেন। তাহার সাথে কাহারো কোন শত্রুুতা ছিল না। তবে মৃতের মেয়ের জামাই আলাল উদ্দিন ও তার ভাইদের সাথে মেরুয়াখলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার আব্দুল হাসিমের সাথে ওয়ারিশান সম্পত্তি নিয়ে মোকদ্দমা চলমান আছে। ধারনা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই বৃদ্ধ শাশুড়ীকে হত্যার পর গলাকেটে বাড়ীর সামনে তিন রাস্তার মুখে ফেলে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, রাত ১২টার সময় কে বা কারা বৃদ্ধাকে হত্যা করে তিন রাস্তার মুখে ফেলে রেখে গেছেন। স্থানীয় ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খুনের ঘটনাটি রহস্যজনক। যেখানে লাশ পরে আছে সেখানে রক্তের কোন চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মেয়ের জামাই আলাল উদ্দিন জানান, স্থানীয় এক প্রভাবশালীর সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বাড়ী ঘরে হামলা চালায় এবং মারধোর করে তার শ্বাশুড়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম জানান, আলাল ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য আমার পুকুরের পাড়ে ও সরকারী রাস্তায় লাশ ফেলে রেখেছে। অথচ যেখানে বৃদ্ধার লাশ রয়েছে সেখানে কোন রক্তের চিহ্ন নাই। আলালের শাশুড়ীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পরই লাশ রাস্তায় ফেলে রাখে। এ ধরনের জঘন্য হত্যাকান্ডের সুবিচার দাবী করছি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বৃদ্ধার খুনের ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version