সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধোপাজান নদীতে বিজিবির নেতৃত্বে পরিচালিত চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৬টি অবৈধ বোমামেশিন আটক করা হয়েছে। সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ ডলুরা বিওপির সুবেদার আব্দুর রশীদ, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পুলিশ প্রশাসনের লোকজন এতে অংশগ্রহন করেন। উক্ত অভিযানে ৬ টি বোমা মেশিন, ১টি পাম্পের ইমসেলার, ১৮ টি ড্রাম ও ২ টি নেটের জালি আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহীউদ্দিন খন্দকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।
Leave a Reply