Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের দুই উপজেলা থেকে ১০টি ভারতীয় গরু জব্দ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলার দোয়ারাবাজার ও মধ্যনগর উপজেলা থেকে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর মূল্য সাত লক্ষ আশি হাজার টাকা।

বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া এবং ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিরাবন বিওপির অভিযানে মোকামছড়া ও কড়াইবাড়ী থেকে ভারতীয় গরু জব্দ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Exit mobile version