সুনামগঞ্জ সংবাদদাতা : ২৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই পৌরসভার নরোত্তমপুর গ্রামে শুরু হচ্ছে দিনব্যাপী বাউল সিরাজ উদ্দিন লোক উৎসব। বাউল সিরাজ উদ্দিন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও লোক উৎসবটি শুরু হতে যাচ্ছে। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নামকরা অতিথি শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের সুযোগ্য শিষ্য বাউল সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন। শাহ আব্দুল করিমের গানে প্রানদান করা শিল্পীদের মধ্যে তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বি। শাহ আব্দুল করিমের পরে তিনি গানের স¤্রাট বাউল কামাল পাশার সুযোগ্য শিষ্য বাউল তছর উদ্দিনের শিষ্যত্ব গ্রহন করেন। বাউল কামাল পাশার হারিয়ে যাওয়া বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেও আলোড়ন তুলেছেন। লন্ডন দুবাই ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একাধিকবার সাংস্কৃতিক সফর করেছেন এই বাউল। তিনি একাধারে সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী। এলাকার অনেক অজানা গীতিকারের রচিত গান তার কন্ঠে শুনার জন্য শুক্রবার সন্ধ্যায় নরোত্তমপুর গ্রামে শ্রোতা দর্শকদের ভীড় জমে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সংস্কৃতিসেবীরা।
Leave a Reply