Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জের কৃতি সন্তান শারমিন শবনম পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে

স্টাফ রিপোর্টার::বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রভাষক শারমিন শবনম আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে ওই দেশের ‘দি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি’ যন্ত্রকৌশল বিভাগে পিএইচডিতে ভর্তি হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের হারিছ উদ্দিনের জৈষ্ঠ্য সন্তান। শারমিন শবনম ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) থকেে বিএসসি সম্পন্ন করে ওই বছরই অক্টোবর মাসে বুয়েটের নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনিই ওই বিভাগের প্রথম নারী শিক্ষক। সম্প্রতি তিনি আমেরিকা সরকারের বৃত্তি নিয়ে ওই দেশের ‘দি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি’র যন্ত্রকৌশল বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে শারমিন জৈষ্ঠ্য। মা দিলরুবা আক্তার লাভলী গৃহিনী। তাঁর বাবা হারিছ উদ্দিন মাগুরা জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন ছাড়াও চট্রগ্রাম ও ঢাকাতে সরকারের বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চাকুরির সর্বশেষে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে অবসর নিয়েছেন।
শারমিন শবনম বলেন, বাবার চাকুরি সুবাদে সবমসময় সুনামগঞ্জের বাইরে থাকলেও মুলত আমি হাওরপাড়ের সন্তান। ভালভাবে পিএইচডি সম্পন্ন করতে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাইছি। যাতে দেশ ও এলাকার জন্য ভাল কিছু করতে পারি।

Exit mobile version