1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির আগামী দিনের কান্ডারী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির আগামী দিনের কান্ডারী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ২২৮৮ Time View

এডভোকেট জুয়েল মিয়া:: বর্তমান সময়ের বাংলাদেশের আওয়ামী রাজনীতির এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র,তরুন রাজনীতিবিদ ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। যার জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে। পিতার নাম মরহুম ত্রডভোকেট আব্দুর রইছ ত্রম.পি ত্রবং মাতার নাম মরহুমা রফিকা রইছ চৌধুরী। পিতা ত্রডভোকেট আব্দুর রইছ সুনামগঞ্জ জেলা আওয়ামীলিগের আমৃত্যু সভাপতি ও সুনামগঞ্জ ৩ আসনের দু’দুবারের নির্বাচিত ত্রম.পি ছিলেন ত্রবং মাতা মরহুমা রফিকা রইছ চৌধুরী সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলিগের সভানেত্রী ছিলেন। সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উওরসুরী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ব্যারিস্টার ইমন ১৯৮৯ সালে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএস সি ত্রবং সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে ১৯৯১ সালে আই ত্রস সি পাশ করেন। সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্ছ ভোট পেয়ে ছাত্রলীগের বার্ষিকী সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকার ভূইয়া ত্রকাডেমী থেকে ত্র লেভেল সম্পন্ন করার পর পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ী জমান। লন্ডনের ইউনিভার্সিটি অব অলভারহ্যাম্পটন থেকে ত্রল ত্রল বি অনাসর্ ত্রবং লিংকন্স ইন থেকে বার ত্রট ল ডিগ্রি অজর্ন করেন। ২০০২ সালে বাংলাদেশ আওয়ামীযুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য নির্বাচিত হন। ব্যারিস্টার ইমন পরবর্তীতে ইংল্যান্ড যুবলীগের কো অডর্েিনটর হিসেবে দায়ীত্ব প্রাপ্ত হন। তিনির স্ত্রী ব্যারিস্টার ফারজানা শিলা বাংলাদেশ সুপ্রিম কোটর্রে ত্রকজন সনামধন্য আইনজীবী হিসেবে কাজ করছেন। বিলাতে অবস্থানকালে দুজনেই আইন পেশায় নিযুক্ত ছিলেন। অবশেষে সুনামগঞ্জের মানুষের কল্যাণের কথা চিন্তা করে ২০০৪ সালে মা মাঠি ও মানুষের ঠানে দেশে ফিরে আসেন ব্যারিস্টার দম্পতি। সেদিন বিলেতের বাংলা পত্রিকায় ছাপা হয়েছিল বিলেতের ঝকঝকে হাজার হাজার পাউন্ডের মায়া ছেড়ে দেশে ফিরছেন ব্যারিস্টার দম্পতি। তখন বন্ধু-বান্ধব আতীয়স্বজন সহ অনেকেই বলেছিলেন জেনে শুনে নিজেকে কেন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছ। ২০০৯ সালে বঙ্গবন্ধু হত্যামামলার সহকারী ত্রর্টনি জেনারেল হিসাবে আপীলেট ডিভিশনে সবর্ কনিষ্ঠ কৌশলীর দায়ীত্ব পালন করেন। তিনি পাওয়ারগ্রীড কোম্পানীর বোডর্ অব ডাইরেক্ট ত্রবং পাওয়ারগ্রীডের লিগ্যাল ত্রফেয়াসর্ ত্রর চেয়ারম্যানের দায়ীত্ব পালন করছেন ত্রবং ডিজিটাল বাংলাদেশ ত্র টু ওয়ান ত্রর আইন উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। ২০১০ সালে বাংলাদেশ আওয়ামীযুবলীগ সুনামগঞ্জ জেলার আহবায়ক নির্বাচিত হন। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সবর্কনিষ্ট প্রশাসক হিসেবে সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসকের দায়ীত্ব প্রাপ্ত হন। ২০১২ সালে বাংলাদেশ আওয়ামীযুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালে জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ ৪ ( সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভর পুর ) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলিগের পক্ষে জননেত্রী শেখ হাসিনা তাকে সংসদ সদস্য প্রার্থী মনোনীত করেন। ২০১৪ সালে আবারো দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ জেলা পরিষদের দায়ীত্বভার গ্রহন করেন ব্যারিস্টার ইমন। ব্যারিস্টার ইমনের রাজনৈতিক কমর্দক্ষতায় জননেত্রী শেখ হাসিনা তাকে সুনামগঞ্জের মানুষের বিদ্যুৎ সমস্যা দুর করার জন্য ১৩২/১৩৩ কেবি মেঘাওয়াট বিদ্যুৎ সাবষ্টেশন স্থাপন করার অনুমতি প্রদান করেন। ব্যারিষ্টার ইমন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিতে যে যুবজাগরন সৃষ্টি করেছেন তা জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ তথা বৃহত্তর সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির আগামীদিনের কান্ডারী হিসেবে মূল্যায়ীত হবেন ত্রটাই আমি এবং আমাদের সকলের প্রত্যাশা। লেখক-আইনজীবি সিলেট জজকোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com