জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তের ভারতের অংশে গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথার চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম সুমন মিয়া। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের তাহের মিয়ার ছেলে।
পুশিল ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে চোরাইপথে ভারতের কয়লা গুহা থেকে কয়লা আনতে করতে যায় সুমন। এ সময় পাথরচাপার ঘটনাস্থলেই মারা যায় তিনি। সঙ্গে থাকা অন্যরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজিম উদ্দিন, খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।