1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেট-৩ আসনে ভোট গ্রহণ শুরু: ভোটার উপস্থিতি কম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনে ভোট গ্রহণ শুরু: ভোটার উপস্থিতি কম

  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম’র)-এ সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

দক্ষিণ সুরমার কুটু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালনরত প্রভাষক কাশমির রেজা জানান, সকাল ৯টা পর্যন্ত তার কেন্দ্রে ৫০টি ভোট কাস্ট হয়েছে। লাইনেও ভোটারের সংখ্যা কম।

বিএনপি’র বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। বিএনপি দলের নেতা-কর্মীদের কেন্দ্রে না যাওয়ার আহŸান জানিয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

চলতি বছরের ১১ মার্চ করোনায় এ আসনটির সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। সেই তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুদিন আগে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ভোাটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি প্রতীকে এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরদিন রোববার পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com